রিয়াল মাদ্রিদে খেলা বেল যোগ দিচ্ছেন মেজর লিগ সকারে

0
11

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া ওয়েলস ফুটবল দলের অধিনায়ক গ্যারেথ বেলের সম্ভাব্য যোগদান মেজর লিগ সকারে, এমনটাই দাবি করছে বিবিসি। গণমাধ্যমটি জানিয়েছে লস এঞ্জেলস এফসিতে যোগ দিতে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদে ৯ বছর কাটিনো এই ফরোয়ার্ড।

৩২ বছর বয়সী বেল এখন ‘ফ্রি এজেন্ট।’ বেলের প্রতিনিধি নিশ্চিত করেছেন, তিনি লস এঞ্জেলসে যোগ দেওয়ার খুব কাছাকাছি রয়েছেন। মাদ্রিদে দীর্ঘ ৯ বছর কাটানোর পর চুক্তির মেয়াদ শেষে বিনা ট্রান্সফারে দলবদল করতে যাচ্ছেন বিশ্ব ফুটবলে একসময়ের সবচেয়ে দামী এই তারকা। এই ফরোয়ার্ড আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে ওয়েলসের হয়ে খেলার আগে নিয়মিত মাঠে থাকতে হবে, এমনটাই আগেই নিশ্চিত করেছেন ওয়েলস কোচ।

নিজের পুরনো দল টটেনহ্যাম হটস্পার ও দেশের ক্লাব কার্ডিফের সঙ্গে বেল আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। ২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে তাঁকে দলে টেনেছিল রিয়াল। সেখানে ৯ বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here