রিয়াল মাদ্রিদ ছাড়ছেন গ্যারেথ বেল

0
25

স্পোর্টস ডেস্কঃ গুঞ্জন ছিল আগেই, বুধবার সেটি নিজেই নিশ্চিত করলেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন ওয়েলসের এই ফুটবলার। এক লম্বা বিবৃতিতে মাদ্রিদের দলটিকে শুভকামনা জানিয়ে বিদায় নিলেন এই ফরোয়ার্ড।

রিয়ালের সাথে বেলের চুক্তির মেয়াদ শেষ। কোনো পক্ষেরই চুক্তি নবায়নে আগ্রহ নেই। তাই জুনের শুরুতেই রিয়াল ছাড়লেন ৩২ বছর বয়সী ওয়েলস উইঙ্গার। মৌসুম শেষে বেল ক্লাব ছাড়বেন এটা আগেই নিশ্চিত ছিল। এমনকি তার কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) কয়েকটি ক্লাব থেকে নাকি প্রস্তাব এসেছে। এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগে বেলের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও এ ব্যাপারে এখনো কিছু জানান নি তিনি।

নয় বছরে মাদ্রিদের দলটির জার্সিতে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা-লিগা, তিনটি সুপার ডি কোপা, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি ক্লাব বিশ্বকাপ ও একটি কোপা দেল রে জিতেছেন বেল। এর আগে ২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here