স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে স্বদেশী জো রুপ ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচলকে হারিয়ে সেরা হয়েছেন জনি বেয়ারস্টো।
প্রতি মাসে আইসিসি একজন সেরা পারফর্মারকে খুঁজে নেয় ভোটের মাধ্যমে। মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা সেরা তিন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সংক্ষিপ্ত তালিকার সেরা তিনজন থেকে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা একজনকে। জুন মাসের সেরাদের তালিয়কায় ছিলেন ইংল্যান্ডের জো রুট, জনি বেয়ারস্টো ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। সবশেষ রুট ও মিচেলকে হারিয় সেরা হয়েছেন জনি বেয়ারস্টো।
বিশ্ব ক্রিকেটে গত মাসে দারুণ সময় কাটিয়েছেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা দুই সেঞ্চুরি করেছেন তিনি। এক ফিফটিতে মোট করেন ৩৯৪ রান। গড় ছিলো ৭৮.৮০ আসে। দুর্দান্ত ব্যাটার বেয়ারস্টোতেই সিরিজ জিতে ইংলিশরা।
জুন মাসে সেরা হওয়া জনি বেয়ারস্টো থেমে নেই। জুলাইয়েও দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে স্থগিত হওয়া টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। হয়তো জুলাইয়ের সেরাদেরও তালিকায় থাকবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০