স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ানডে সুপার লিগের ৩ ওয়ানডের অ্যাওয়ে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজে অংশ নিতে আগামী মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে উড়াল দেবে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
সূচী অনুযায়ী আগামী ৯ মে চেমসফোর্ডে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। ১২ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে দিবারাত্রির। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা থেকে। ১৪ মে শেষ ম্যাচটি আবার হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। টাইগারদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। এই ম্যাচ মাঠে গড়াবে ৫ মে। আনঅফিসিয়াল ম্যাচটি ক্লোজডোর স্টেডিয়ামে খেলবে দুই দল। এদিকে ইংল্যান্ডে যাওয়ার আগে আগামী ২৬ এপ্রিল থেকে সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৩ দিনের ক্যাম্প। এরপর পহেলা মে ইংল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
আয়ারল্যান্ড সিরিজের আগে সিলেটে প্রস্তুতি ক্যাম্প প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চান্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০