রুমানাকে সতর্ক করবে বিসিবি!

0
88

স্পোর্টস ডেস্কঃ এপ্রিলের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টোয়েন্টি সিরিজও খেলবে টাইগ্রেসরা। আসন্ন এই সফরের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে এই সিরিজে রাখা হয়নি দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে। দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন নির্বাচক মঞ্জুরুল ইসলাম। তবে এর মধ্যে রুমানা আহমেদ বলছেন ভিন্ন কথা।

রুমানার মতে বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে তাকে। তার সাথে এই নিয়ে কোনো আলোচনা করা হয়নি। বিশ্রাম যদি দেওয়া হতো, তাহলে কেন আলোচনা করা হয়নি। একইসাথে অভিযোগ করেন বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র খেলোয়াড়দের কদর নেই।

জাতীয় দলের এই ক্রিকেটারের বেফাঁস মন্তব্যে বেশ বিব্রত অবস্থায় পড়েছে বিসিবি। যার জন্য সতর্ক করা হচ্ছে। জানা যাচ্ছে, ঈদের ছুটির পর রুমানাকে ডাকা হবে বিসিবিতে। সেখানে আপাতত সতর্ক করা হবে। যেহেতু প্রথমবার এমন কিছু করেছেন, যার জন্য কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here