স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি হাঁকালেন রাইলি রুশো। বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার ৩০ বলে ৫০ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ৪ ছক্কা ও ২ চারে ফিফটি হাঁকানো রুশো দারুণ ব্যাটিং করছেন শুরু থেকে। ২৬ বলে ৩৭ রান করে অপরাজিত আছেন কুইন্টন ডি কক।
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৯১ রান। ৮৯ রানের জুটিতে বড় রানের মঞ্চ গড়ে দিয়েছেন রুশো ও ডি কক। যদিও তাদের শুরুটা ভালো হয় নি। টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান তাসকিন আহমেদ। এরপরই অবশ্য বাংলাদেশের বোলারদের বোলিং এলোমেলো করে দিয়ে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন রুশো ও ডি কক।
সিডনিতে থেমে বৃষ্টি হচ্ছে। ম্যাচেও যার প্রভাব পড়ছে। মাঝে কয়েক মিনিট বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ ছিল। অবশ্য কোনো ওভার কাটা হয় নি এখন পর্যন্ত। রুশো-ডি কক ব্যাটিং ঝড় বৃষ্টিই থামিয়েছিল একবার। টাইগার বোলাররা পারেন নি।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাব্রেইজ শামসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০