নিজস্ব প্রতিবেদক: অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় যেনো লজ্জারই রেকর্ড হচ্ছে। আগের ম্যাচ সিলেট লজ্জা দিয়েছে হবিগঞ্জকে। এবার মৌলভীবাজার অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল লজ্জায় ডুবালো সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মৌলভীবাজারের ১৫৪ রানের জবাবে সুনামগঞ্জ দলীয় স্কোর অর্ধশতক করতে পারেনি। ৫০ ওভারের ম্যাচে সুনামগঞ্জের ১০ জন ব্যাটসম্যান মিলে করলেন ৪৯ রান।
মৌলভীবাজারের রুহেল-লিংকনের বোলিং তান্ডবে উড়ে গেছে সুনামগঞ্জের কিশোররা। ম্যাচ সেরা হওয়া রুহেল সহ লিংকনের বোলিংয়ে অল্পতেই অলআউট হয়ে যায় সুনামগঞ্জ।
টস জিতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি মৌলভীবাজার। তবুও দলটি জিতেছে ১০৫ রানের বড় ব্যবধানে।
আগে ব্যাট করে ৪৬.৩ ওভারে মৌলভীবাজার সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। দলের হয়ে রানা ৪১ রান করেন। জয়ন্ত ৩৭ ও রুহেল ২৬ রান করেন।
সুনামগঞ্জের হয়ে তোফায়েল ৪টি ও নুহাস ৩টি উইকেট লাভ করেন।
১৫৫ রানের জবাবে খেরতে নেমে ২২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান সংগ্রহ। দলের একমাত্র পায়েল দুই অঙ্কের দেখা পেয়েছেন। তোফায়েল করেছেন সর্বোচ্ছ ১৪ রান। এছাড়া অন্য কেউ দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি।
মৌলভীবাজারের হয়ে রুহেল ৭ ওভারে ৪ মেডেন মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট, লিংকন ৬ ওভারে দুই মেডেন মাত্র ৮ রান দিয়ে নিয়েছে ২ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন রুহেল।
এর আগে অনুর্ধ্ব ১৮ ক্রিকেটে সিলেটের দেওয়া ১৬০ রানের জবাবে হবিগঞ্জ আউট হয়েছে মাত্র ৩৯ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০