রেকর্ডময় ম্যাচ জিতে ভারতকে টপকে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

0
114

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে আজ বড় ব্যবধানে হারিয়েছে তারা। নিজেদের সপ্তম ম্যাচে কিউইদের ১৯০ রানের বড় হারের স্বাদ দিয়েছে প্রোটিয়ারা। স্বস্তির জয়ে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল টেম্বা বাভুমার দল।

বুধবার পুনেতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৩৫৭ রান। জবাব দিতে নেমে ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এর আগে শুরুতেই হোঁচট খায় দলটি। ওপেনার ডেভন কনওয়ে সাজঘরে ফিরে যান দলের ৮ রানের মাথায়। ৬ বলে ২ রান করেন কনওয়ে। আরেক ওপেনার উইল ইয়ং এক প্রান্ত আগলে খেলতে থাকেন। তবে বাকিদের মধ্যে কেউ খুব বেশিক্ষণ টেকেননি ক্রিজে।

বিশ্বকাপে কিউইদের সারপ্রাইজ প্যাকেজ রাচিন রবীন্দ্র ১৬ বলে ৯ রান করে আউট হন। ইয়ং নিজেও আউট হয়েছেন ৩৭ বলে ৩৩ রান করে। দলের বোর্ডে তখন ৫৬ রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। মাঝে ড্যারিল মিচেল কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হননি তিনিও। ৩০ বলে ২৪ রান করে দলের ১০০ রানের মাথায় ফেরেন মিচেল।

কিউই ব্যাটারদের মধ্যে কেউই দায়িত্ব নিয়ে লম্বা সময় খেলতে পারেননি। ধুঁকতে ধুঁকতে এগিয়েছে তাদের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে অল্প রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৫.৩ ওভারে মাত্র ১৬৭ রানে গুঁটিয়ে যায় কিউইরা। ১৯০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে গ্লেন ফিলিপস ৪৯ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেললেও তাতে হারের ব্যবধানটাই কমেছে শুধু।

এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। এক বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছে তারা। পুনেতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্লেন ফিলিপসের করা ৪৬তম ওভারে ডেভিড মিলার পরপুর দুই বলে ছক্কা হাকিয়ে নতুন রেকর্ড করেন। টুর্নামেন্টে তাদের ছক্কা দাড়িয়েছে ৭৮-এ। এক বিশ্বকাপে সর্বাধিক ৭৬ ছক্কার আগের রেকর্ডটি ২০১৯ টুর্নামেন্টে ১১ ম্যাচে করেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সপ্তম ম্যাচেই ভেঙে দিল সেটি।

পুনের এমসিএ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চলতি বিশ্বকাপে চতুর্থবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন কুইন্টন ডি কক। সেই সঙ্গে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন ফন ডার ডুসেন। এর  আগে ধীরেসুস্থেই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নবম ওভারে যখন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা আউট হন তখন দক্ষিণ আফ্রিকার রান ৩৮। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে তারা।

তবে সময়ের সঙ্গে হাত খুলতে থাকেন ফর্মে থাকা ডি কক। সঙ্গী ফন ডার ডুসেনও হাত খুলেই খেলতে থাকেন। ১৮৯ বলের জুটিতে ঠিক ২০০ রান যোগ করেন তারা। এরই মাঝে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ডি কক। ২০১৫ সালে কুমার সাঙ্গাকারা টানা চার ম্যাচে চার সেঞ্চুরি করেছিলেন। উইকেটকিপার হিসেবে সেটিই এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ডি কক তার পাশে বসলেন। এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

১১৬ বলে ১০ চার ও ৩ ছয়ে ১১৪ রান করা ডি কক সাউদির বলে ফিলিপ্সের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। সেঞ্চুরি পেয়েছেন ফন ডার ডুসেনও। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ১১৮ বলে ৯ চার ও ৫ ছয়ে ১৩৩ রান করেন ডুসেন। এটি বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেদিন ডি ককও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে অর্ধশতক হাঁকিয়েছেন ডেভিড মিলার। ৩০ বলে ২ চার ও ৪ ছয়ে ৫৩ রান করেন তিনি। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন ক্লাসেন। আর শেষ বলে ছয় হাঁকিয়ে অপরাজিত থাকেন মার্করাম।
নিউজিল্যান্ডের পক্ষে ১০ ওভারে ৭৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন টিম সাউদি। রান উৎসবের দিনও ১০ ওভারে মাত্র ৪৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। ৫.৩ ওভারে ৬৯ রান দিয়ে বাকি উইকেটটি নিশামের ঝুলিতে গেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here