‘রেকর্ড’ করেই ভারতের বিপক্ষে বদলা নিলো পাকিস্তান

0
41

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে হারের বদলা এশিয়া কাপেই নিলো বাবর আজমদের পাকিস্তান। শারজায় ‘রেকর্ড’ গড়েই রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারতকে হারিয়েছে পাকিস্তান। এই ভারতের কাছেই হার দিয়ে শুরু হয়েছিলো পাকিস্তানের এবারের এশিয়া কাপ যাত্রা।

সুপার ফোরের দেখাতেই পাকিস্তান ৫ উইকেটের ব্যবধানে জিতে সেই হারের বদলা নিলো। শারজাতে ‘রেকর্ড’ রান তাড়া করেই জিতেছে পাকিস্তান। এই ভেন্যুতে ১৮২ রান করে জেতার রেকর্ড এটিই। মোহাম্মদ নেওয়াজ ও মোহাম্মদ রিজওয়ানদের দিনে ভারতেক হারাতে অবশ্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে।

শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চে ভরপুর এক ম্যাচ শেষে জয়ের স্বাদ নিয়েছে বাবর আজমরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন বাবর আজম। আগে ব্যাট করতে নামা ভারত বিরাট কোহলির ফিফটিতে সাত উইকেটে ১৮১ রান তুলে ফেলে। বিরাট ছাড়া অন্য ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেলে দলকে এনে দেন বড় পূঁজি।

১৮২ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তানের শুরুটা হয় বাবর আজমকে হারিয়ে। তবে রিজওয়ান ও নেওয়াজের ব্যাটে ম্যাচটি জিতে নেয় দলটি। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে নানা সময়ে রঙ বদলেছে। একবার মনে হয়েছে পাকিস্তান জিতছে, আরেকবার ম্যাচ হেলেছে ভারতের দিকে।

শেষ ৬ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৭ রান। অর্শ্বদ্বীপ আসিফ আলীকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলে রোমাঞ্চ জাগান। ওই ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন আসিফ আলী। ওভারের চতুর্থ বলে তাঁকেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন অর্শ্বদ্বীপ। শেষ দুই বলে তখন পাকিস্তানের প্রয়োজন ২ রান। উইকেটে আসা নতুন ব্যাটার ইফতিখারকে ফুলটস দিয়ে হয়তো ক্যাচ তুলাতে চেয়েছিলেন অর্শ্বদ্বীপ। কিন্তুু ইফতিার সোজা ব্যাট চালিয়ে দৌড়ে তুলে নেন ২ রান। তাতেই পাকিস্তান এক বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here