স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে ওপেনিংয়ে নামা মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটারের রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচে পাহাড়সম পুঁজি পেয়েছে টাইগাররা।
লাহোরে আগে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ ৩৩৪ রান। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারিয়েছে আফগানিস্তান। ক্রিজে আছেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ওপেনার গুরবাজ ১ রান করে শরিফুলের বলে আউট হয়েছেন।
কখনোই ৩০০ বা এর বেশি রানের স্কোর তাড়া করে ওয়ানডে জেতেনি আফগানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০