স্পোর্টস ডেস্কঃ বাজে বোলিংয়ে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান দেয়ার পর ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে উইন্ডিজ ১০৪ রানের জয় পেয়েছে আফগানদের বিপক্ষে। আগে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৯৮ রানের ইনিংসে ২১৮ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহও। এদিকে বিশ্বকাপে নব্বই ছুঁয়ে রান আউটে কাটা পড়া দ্বিতীয় ব্যাটসম্যান পুরান। ২০১০ সালে ভারতের বিপক্ষে ৬৬ বলে ৯৮ রান করে রান আউট হন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। এছাড়া আজ গেইলের ছক্কার রেকর্ড নিজের করে নেন পুরান। এই সংস্করণে ৮৪ ইনিংসে তার ছক্কা এখন ১২৮টি। অবসরের আগে ৭৫ ইনিংসে ১২৪টি ছক্কা মেরেছিলেন গেইল।
৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেন পুরান। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। এর আগে উইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে তিনি শুরু করেন ঝড়। আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে তিন ছক্কার সঙ্গে মারেন দুটি চার। ৮ বলের ওই ওভারে অতিরিক্ত ১০সহ মোট ৩৬ রান দেন ওমারজাই। টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। বিশ্বকাপে এর আগে এক ওভারে ৩৬ রান দেন শুধু স্টুয়ার্ট ব্রড। ২০০৭ সালে ইংলিশ পেসারের ওভারে ৬টি ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। পুরানের ঝড়ে পাওয়ার প্লেতে ৯২ রান করে উইন্ডিজ। বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটিই সর্বোচ্চ। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস।
২১৯ রানের লক্ষ্যে আফগানিস্তানের ঝোড়ো শুরু করতে হলেও ব্যর্থ হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। উইন্ডিজের নতুন বলের ভরসা স্পিনার আকিল হোসেনের বলে কোনো রান না করেই ফেরেন গুরবাজ। তার উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে আফগানিস্তান তুলতে পারে মাত্র ৪৫ রান। এরপর অষ্টম ওভারে ইব্রাহিম জাদরান ৩৮ রানে আউট হলে একের পর উইকেট পড়তে থাকে আফগানদের। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেন ইব্রাহিম। ওমারজাইয়ের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৩ রান। শেষ দিকে রাশিদের ১১ বলে ১৮ রানে একশ পেরোয় আফগানিস্তান। ১৪ রানে ৩ উইকেট নেন ওবেড ম্যাককয়। দুই বাঁহাতি স্পিনার আকিল ও গুডাকেশ মোটি ধরেন ২টি করে শিকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post