স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি হেরে বিপাড়ে পড়েছিল ভারত। তবে পরের দুই ম্যাচে দারুনভাবে ফিরে এসেছে হার্দিক পান্ডিয়ার দল। তৃতীয় টি-টোয়েন্টি জেতার পর আজ (শনিবার) চতুর্থ ম্যাচে রেকর্ড গড়া জয় পেয়েছে তারা। উইন্ডিজের করা ১৭৮ রান ভারত টপকে গেছে ১৮ বল ও ৯ উইকেট হাতে রেখে।
ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের টার্ফ গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে উইন্ডিজ। আগে ব্যাট করে সিমরন হেটমায়ারের ফিফটি এবং শাই হোপের ৪৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৭৮ রান করে ক্যারিবিয়ানরা।
দলের হয়ে ৩৯ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন হেটমায়ার। ২৯ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৫ রান করেন শাই হোপ। এছাড়া ১৮, ১৭ ও ১৫ রান করে করেন ব্রান্ডন কিংস, কাইল মায়ার্স ও ওডেন স্মিথ। ভারতের হয়ে ৩৮ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ২৬ রানে ২ উইকেট নেন কুলদীপ যাদব।
রান তাড়ায় প্রথম ছয় ওভারেই ভারতের স্কোরবোর্ডে ৬৬ রান উঠে যায়। শুভমান গিল ৩০ বলে দেখা পান ফিফটির। আরেক ওপেনার জস্বভী জওসওয়াল ৩৩ বলে হাঁকান ফিফটি। ওপেনিং জুটিতে দুজনে তুলেন ১৬৫ রান। টি–টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে এটি উদ্বোধনী জুটির সর্বোচ্চ। এত দিন সর্বোচ্চ ২০২১ সালে করাচিতে পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫৮।
গিল ৪৭ বলে ৭৭ রান করে ফিরে যাওয়ার পর তিলক ভার্মাকে বাকি পথটুকু পাড়ি দেন জয়সওয়াল। বাঁহাতি এ ওপেনার অপরাজিত থাকেন ৫১ বলে ৮৪ রান করে। ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া ইনিংসটিতে ছিল ১১টি চার ও ৩টি ছয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০