রেকর্ড গড়া ম্যাচে নায়ক স্যান্টনার

0
23

স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নিউজিল্যান্ড। সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে আসর শুরু করে কিউইরা। এবার ডাচদের তারা হারিয়েছে ৯৯ রানের ব্যবধানে।

অলরাউন্ড নৈপুণ্যে নিউজিল্যান্ডকে টানা দ্বিতীয় জয় এনে দিয়ে স্যান্টনার জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। এই জয়ে সবচেয়ে বড় অবদান বাঁহাতি এই অলরাউন্ডারের। ১৭ বলে দুই ছক্কা ও তিন চারে তিনি খেলেন ৩৬ রানের বিস্ফোরক ইনিংস। পরে দারুণ বোলিংয়ে ৫৯ রানে নেন ৫ উইকেট।

২০১৭ সালে প্রথমবার ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। সেবারই প্রথম জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কার। ম্যাচ ছিল আয়ারল্যান্ডের মাঠ ডাবলিনে। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ দিয়ে এই অভিজ্ঞতা হলো তার। ক্যারিয়ারে এটি স্যান্টনারের দ্বিতীয় ৫ উইকেট।

হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৭০ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে থেমেছে নেদারল্যান্ডস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here