নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পেলো না ঢাকা ক্যাপিটালস। ‘রেকর্ড’ গড়েই জিতেছে তামিম ইকবালের দল। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখে জিতেছে বরিশাল।
নয় উইকেটের বড় ব্যবধানের ম্যাচে ফরচুন বরিশাল জিতেছে ৮১ বল হাতে রেখে। বিপিএলে এর আগে সিলেট সিক্সার্স জিতেছিলো ৭৩ বল হাতে রেখে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখে ২০১৭ জিতেছিলো সিক্সার্সরা।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা ঢাকা ক্যাপিটালস মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা বরিশাল ৬.৩ ওভারে এক উইকেটে ৭৭ রান তুলে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা ঢাকা মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ ও তানভীরদের বোলিং তোপে পড়ে। বরিশালের দুর্দান্ত বোলিংয়ে ১৫.৩ ওভারে ৭৩ রানেই গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। ১০ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।
বরিশালের হয়ে নবী, তানভীর ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট লাভ করেন।
৭২ রানের টার্গেটে খেলতে নামা ফরচুন বরিশাল হেসেখেলেই ম্যাচ জিতে যায়। তামিমের দল মাত্র ৩৯ বলেই ৭৭ রান তুলে ফেলে এক উইকেট হারিয়ে। দুই ছক্কায় ৯ বলে ১৫ রান করেন ওপেনার তাওহীদ হৃদয়। ১৪ বলে চার চারে ২১ রানে তামিম ইকবাল এবং দুই ছক্কা ও পাঁচ চারে ১৬ বলে ৩৭ রানে ডেভিড মালান অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
ঢাকার হয়ে মুস্তাফিজ একমাত্র উইকেটটি লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০