স্পোর্টস ডেস্কঃ শনিবার অ্যাথলেটিকসে নতুন ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের ইমরানুর রহমান। অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বর্ণ জেতার মতো কীর্তি গড়ে বাংলাদেশ। কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ইমরান।
আর সেই শ্রেষ্ঠত্বের পুরষ্কার তিনি গ্রহণ করলেন রোববার। আনুষ্ঠানিকভাবে রোববার স্বর্ণের মেডেল তুলে দেওয়া হয় ইমরানের হাতে। বাংলাদেশ সময় রাত ৮টার সময় এই পুরষ্কার নেন তিনি। এসময় নিয়ম অনুযায়ী উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। বেজে উঠে বাংলাদেশের জাতীয় সংগীত।
এশিয়ার মধ্যে কোনো বাংলাদেশি অ্যাথলেটের স্বর্ণ জেতার ইতিহাস এবারই প্রথম। স্বর্ণ জিততে ট্র্যাকে গতির ঝড় তুলেন ইমরান। তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। ফাইনালের আগে সন্ধ্যায় সেমিফাইনালে নিজের সেরা টাইমিং পেছনে ফেলে রেকর্ড গড়েন তিনি। ৬.৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন সেমিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post