নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। শনিবার টস হেরে আগে ব্যাট করে ৩৩১ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে সফরকারীরা। রান তাড়া করতে নেমে রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবার লক্ষ্য ছিল ৩২২ রান। এ মাঠে সর্বোচ্চ ২৮৭ রান তাড়া করে জেতার রেকর্ড আছে বাংলাদেশের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৩৬ ওভারে ২৫৬ রান তোলা আফগানিস্তান পরে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে যোগ করতে পারে আর ৭৫ রান। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান শুরুতে খরুচে থাকলেও পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের সেরা তিনিই। ২ উইকেট নেন তিনি ৫০ রানে। ২টি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানও।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের রীতিমতো তুলোধুনো করছিলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কোনো উইকেটই ফেলতে পারছিল না টাইগাররা। আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নেন সেঞ্চুরি। ৪৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর গুরবাজ সেঞ্চুরি করেন ১০০ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে একটি করে সেঞ্চুরি করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত সাকিবের হাত ধরে উইকেট পায় লিটন দাসের নেতৃত্বাধীন দল। সাকিব ফেরান রহমানউল্লাহ গুরবাজকে। বাংলাদেশি অলরাউন্ডারের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটি হুট করেই ভেতরে ঢুকে যায়। চেষ্টা করলেও গুরবাজ তা ব্যাটে লাগাতে পারেননি। আম্পায়ার সরাসরি আউট দেন। ১৪৫ রান করে আউট হন আফগান ওপেনার। ১৪৫ রান করতে ১২৫ বলে ১৩টি চার ও ৮টি ছয় হাঁকিয়েছেন গুরবাজ। ওয়ানডে ক্রিকেটে এটা তার সর্বোচ্চ রানের ইনিংস।
সাকিবের পর উইকেট পান এবাদত হোসেনও। এ পেসার ফিরিয়েছেন রহমত শাহকে। ৫ বলে ২ রান করে বিদায় নেন রহমত। এরপর আঘাত হানেন মিরাজ। আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদিকে শিকারে পরিণত করেন। আউট হওয়ার আগে শহীদি করেন ২ রান। নাজিবুল্লাহ জাদরানও শিকান হন মিরাজের।
ওপেনার ইব্রাহিম ঠিক ১০০ রান করার পর ফিরে যান মুস্তাফিজুর রহমানের ওভারে। ১১৯ বলে ৯টি চার ও একটি ছয় হাঁকান এ ওপেনার। রশিদ খান ৬ রান করে সাকিবের বলে স্টাম্পিং হন। তবে ১৫ বলে নবি খেলেন গুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংস। তাতে ৩৩১ রানের পুঁজি পায় শহীদির দল। বাংলাদেশের বিপক্ষে ১৩ ওয়ানডেতে প্রথমবার তিনশ রানের সীমানা স্পর্শ করল আফগানিস্তান। তাদের আগের সর্বোচ্চ ছিল ২০১৬ সালে মিরপুরে ২৫৮। আগে ব্যাট করে সর্বোচ্চ ছিল আবুধাবিতে ২০১৮ এশিয়া কাপে ২৫৫।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post