রেকর্ড গড়েও খুশি নয় সাব্বির

0
21

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ইতিহাস সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েও খুশি নন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। ৬১ বলে ১২২ করেছেন বরিশাল বুলসের বিপক্ষে। শুধু বিপিএল নয় টি-২০ ফরম্যাটে এটা সাব্বিরের সর্বোচ্চ ইনিংসও বটে। সাব্বিরের ভিভিয়ান স্টাইলে মুগ্ধ ক্রিকেট পণ্ডিতরা।

সর্বোচ্চ রানের ইনিংসের পাশাপাশি সর্বোচ্চ ছক্কার ইনিংসও খেলেন তিনি। ৯টা চার ও সমান সংখ্যক ছ্ক্কা। এদিন ছক্কার রেকর্ডও গড়েন তিনি। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ৮টি ছ্ক্কা হাঁকিয়েছিলেন রংপুর রাইডার্সের শামছুর রহমান, ২০১৩ সালে।

তবে নিজের এমন ইনিংসেও যেন মন ভরছে না সাব্বিরের। ম্যাচ শেষে তার মন খারাপ! কেন? ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। এটা অবশ্যই আনন্দের। তবে সাব্বিরের কাছে দলই বড়, ব্যক্তগত অর্জনের চেয়ে। ৪ রানের হারটাই আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে সাব্বিরের জন্য।

ম্যাচ শেষে সাব্বির বলেন,‘ আমি কখনওই নিজের জন্য খেলি না। আমার কাছে দলই সবচেয়ে বড়। আমাদের জেতা উচিৎ ছিল। টি-২০ ফরম্যাটে শেষ ওভারেই ম্যাচের ফয়সালা হয় বেশি। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানরা সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। কেন এমন হচ্ছে আমি বুঝি না।’

নিজের ইনিংস নিয়ে সাব্বির বলেন,‘ আমি আসলে এই ফরম্যাটেরই ব্যাটসম্যান। টি-২০ দিয়েই আমার শুরু। এরপর তো টেস্টেও খেলে ফেললাম। আমি জানতাম, একদিন না একদিন বড় ইনিংস খেলে ফেলবই। তবে দল জিতলে ভালো লাগতো।’

সাব্বিরের এমন বিধ্বংসী ইনিংসের পরও তাঁর দল হেরেছে। বরিশাল বুলসের ১৯২ রানের জবাবে ৬ উইকেটে ১৮৮ রান করে রাজশাহী কিংস। ৪ রানে ম্যাচ হারতে হয় তাদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here