স্পোর্টস ডেস্ক:: সৌদীর ক্লাব মালিকরা রীতিমতো টাকার বস্তা নিয়ে বসেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর মেসিকেও সৌদীতে নিচ্ছেন। এবার তারা ‘রেকর্ড’ বেতনে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকেও সৌদীর প্রো লিগে নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বার্সায় মেসির সাবেক কোচ লুইস এনরিকেকেও নিয়েছে সৌদীর একটি ক্লাব।
ক্রীড়া বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে মেসি সৌদী আরবে যাচ্ছেন, সেটিও অনেকটা নিশ্চিত। এরই মধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস ও ডেইল মেইল জানিয়েছে, বিশ্বকাপ জয়ী গোলরক্ষক হুগো লরিসকে সৌদী থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্সের এই অধিনায়ক ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালও খেলেছেন। মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা খুঁইয়েছে ফরাসিরা।
ফ্রান্সের সাবেক অধিনায়ক হুগো লরসি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের গোলবার সামলাচ্ছেন। যদিও তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে ক্লাব ফুটবলে এখনো তিনি বেশ গুরুত্বপূর্ণ। সৌদীর একটি ক্লাবের নজর পড়েছে তার ওপর।
গণমাধ্যমগুলো হুগরো লরিসকে প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন ক্লাব দিয়েছে সেটা প্রকাশ করেনি। জানা গেছে, সপ্তাহে ৩ লাখ পাউন্ড বেতনের অপার দেওয়া হয়েছে বিশ্ব জয়ী এই গোলরক্ষককে। তিনি বর্তমান ক্লাব টটেনহ্যাম হটস্পারে সপ্তাহে বেতন পান ১ লাখ পাউন্ড।
অর্থাৎ টটেনহ্যাম ছাড়লে লরিস সপ্তাহে বেতন পাবেন আরো দুই লাখ পাউন্ড বেশি। সপ্তাহে তিনি বাংলাদেশী মুদ্রায় পারিশ্রমিক পাবেন ৩ কোটি টাকারও বেশি। ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতনো লরিস নিশ্চয়ই বড় এই ফার লুফে নেবেন।
তবে এখনো হুগো লরিস সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি মৌসুম শেষে টটেনহ্যাম হটস্পারের মালিক ড্যানিয়েল লেভির সঙ্গে বৈঠকে বসবেন। এরপরই নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০