স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮১ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ওভালে বুধবার প্রথমে ব্যাটিং করে ৪৮.১ ওভার ব্যাট করে ৩৬৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ১৩ ওভার বাকি থাকতে ১৮৭ রানের গুটিয়ে যায় কিউইরা।
ডেভিড মালানের সঙ্গে বেন স্টোকস গড়েন ১৬৫ বলে ১৯৯ রানের জুটি। আর নিজে খেললেন রেকর্ডগড়া ইনিংস। স্টোকস করেছেন ১২৪ বলে ১৮২ রান, পরে পুরো নিউজিল্যান্ড দল মিলে করতে পেরেছে ১৮৭ রান। ১৮১ রানের বিশাল জয়ে ৪ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
৪৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৭৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। বাঁহাতি এই ব্যাটারের ইনিংসে সব মিলিয়ে ছিল ১৫টি চার ও ৯টি ছক্কা। ইংলিশ ক্রিকেটের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস এটি (১৮২)। ওয়ানডে ক্যারিয়ারে স্টোকসের এটি চতুর্থ সেঞ্চুরি। এর আগে ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রানের ইনিংস খেলেছিলেন জেসন রয়। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে এত দিন এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
রয়ের রেকর্ড ভেঙে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন স্টোকস। ম্যাচ শেষে এ প্রসঙ্গে বলেন, ‘একটা বিরতির পর দলে ফিরে আসা, এটা সত্যিই দারুণ প্রত্যাবর্তন। এবং দলকে সাহায্য করতে পারাও। তার (জেসন রয়ের) রেকর্ড ভেঙে আমি তার কাছে ক্ষমা চেয়েছি। ড্রেসিংরুমে রয়ের কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। আমার মনে হয় না তার অতটা খারাপ লাগবে। নিজেরই সতীর্থ এটা গড়ায় তাঁর খুশিই হওয়ার কথা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০