স্পোর্টস ডেস্কঃ ব্রিটিশ রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় ১৩৯৯ কোটি টাকা) চেলসিতে নাম লেখালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজ। জানুয়ারির দলবদলের একেবারের শেষ দিনে এসে তাঁকে দলে টানতে পারে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামী খেলোয়াড় এখন এনজো। আগের রেকর্ড ভেঙে গত মৌসুমে ১০০ মিলিয়ন পাউন্ডে জ্যাক গ্রিলিশকে দলে টেনেছিল ম্যানচেস্টার সিটি। গত বছর বিশ্বকাপে লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বমঞ্চে গোলের কীর্তি গড়েন এনজো। আসরে দ্যুতি ছড়িয়ে হন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়।
এর আগে আর্জেন্টিনার দল রিভার প্লেট থেকে বেনফিকায় যোগ দেন এনজো। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলেন, করেন চার গোল ও সাত অ্যাসিস্ট। এবার পাড়ি জমালেন নতুন ঠিকানায়। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের সঙ্গে চেলসির চুক্তি হওয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে বেনফিকা নিশ্চিত করেছে। তাঁর সঙ্গে সাড়ে ৮ বছরের চুক্তি করেছে চেলসি। ২০৩১ সালে শেষ হবে চুক্তির মেয়াদ।
২০২২ সালে বেনফিকায় যোগ দেন এনজো। এক বিবৃতিতে তারা এই মিডফিল্ডারের ক্লাব বদলের খবরটি নিশ্চিত করেছে। বেনফিকা তাদের এক বিবৃতিতে লিখেছে, ‘খেলোয়াড় এনজো ফার্নান্দেজের সব রাইটস বিক্রির জন্য চেলসি এফসির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বেনফিকা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post