স্পোর্টস ডেস্কঃ আরও একবার উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচ। শুক্রবার অনুষ্ঠিত পুরুষ এককের সেমি ফাইনালে দারুণ এক জয় পেয়ে ফাইনালে নাম লেখান সার্বিয়ান কিংবদন্তী। এই লড়াইয়ে তিনি হারিয়েছেন ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে।
অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত সেমি ফাইনালে জোকোভিচ ২-৬ ব্যবধানে হেরে যান প্রথম সেটে। এরপর ঘুরে দাঁড়িয়ে জিতে যান যথাক্রমে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে। আর এতেই নিশ্চিত হয় আরও একটি ফাইনাল।
ক্যারিয়ারের ৩২তম ফাইনাল খেলতে যাবেন জোকোভিচ। যা কিনা রেকর্ড। টেনিসের উন্মুক্ত যুগে পুরুষ এককে এর থেকে বেশি ফাইনাল খেলেননি আর কোনো তারকাই। একইসাথে টানা চতুর্থবারের মতো উইম্বলডন জেতার সুযোগ হাতছানি দিচ্ছে জোকোভিচের সামনে।
রোববার অনুষ্ঠিত হবে সেই কাঙ্খিত ফাইনাল। যেখানে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। চোটের কারণে সেমি ফাইনাল না খেলেই আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল। আর তাই কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই ফাইনালে ওঠেছেন নিক। এবার দেখার বিষয়, জোকোভিচের কাছ থেকে উইম্বলডন শিরোপা ছিনিয়ে নিতে পারেন কিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা