রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন রিয়াল মাদ্রিদ কোচ

0
70

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে ম্যানচেষ্টার সিটি। গতরাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনে। ড্র করা রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির মতে, জয় তাদের প্রাপ্য ছিল। তিনি কাঠগড়ায় দাঁড় করালেন রেফারি আর্তুর সোয়ারিজ দিয়াজকে।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘দেখে মনে হয়েছে, বল বাইরে চলে গিয়েছিল। প্রযুক্তিতে দেখা গেছে যে, বল পরিষ্কার বাইরে ছিল। খুবই অদ্ভুত ব্যাপার যে রেফারি এটি দেখেননি। এটির আগে একটি কর্নারও হয়েছিল, যা দেননি রেফারি। তিনি খুব একটা মনোযোগী ছিলেন না। আমাকে হলুদ কার্ড দেখান তিনি। আমি তো খেলছিলাম না! তখন তাকে বলেছি, ‘আমাকে না দেখিয়ে মাঠের ভেতরে এটার প্রয়োগ করুন।’

বাইন স্পোর্টসের থ্রি ডি প্রযুক্তিতে দেখা যায়, গোলের বিল্ড-আপের সময় সাইড লাইনের বাইরে থেকে বলটি ভেতরে এনেছিলেন বার্নাডো সিলভা। ওই সময় আপত্তি জানায় রিয়ালের খেলোয়াড়রা। রেফারি তাতে কর্ণপাত না করলে খেলা এগিয়ে যায়, ওই আক্রমণ থেকেই বল পেয়ে গোল করেন ডি ব্রুইনে। এই প্রসঙ্গে রেফারির ভূমিকায় অবাক আনচেলত্তি।

রিয়ালের এই সফল কোচ বলেন, ‘বলটি অবশ্যই আউট ছিল। এটা স্রেফ আমি বলছি না, প্রযুক্তিই বলছে। এটি আমাকে বিস্মিত করেছে। এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলি বড় পার্থক্য গড়ে দেয়। রেফারি মনোযোগসহকারে দায়িত্ব পালন করেননি। মাঠের বাইরে আমাকে নয়, মাঠের ভেতরে ফুটবলারদের আরও বেশি কার্ড দেখানো প্রয়োজন ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here