স্পোর্টস ডেস্ক: আবারো একটি মহারণের সামনে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড। আজ সোমবার রাতেই দল দু’টি।
এই ম্যাচে আলাদা করে নজর কাড়বেন জার্গেন ক্লপ বনাম হোসে মরিনহোও। কিন্তু ম্যাচের আগেই মরিনহো হঠাৎ আলোচনায় এই ম্যাচের রেফারি অ্যান্থনি টেইলরকে নিয়ে।
টেইলরের নিয়োগ নিয়ে উত্তাল ইংলিশ ফুটবল। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ছয় কিলোমিটারের মধ্যেই থাকেন টেইলর। যে কারণে ম্যানচেস্টারের ঘরের লোক বলেই পরিচিত তিনি। সেই রেফারি নিয়োগের পর থেকেই চলছে তীব্র বিতর্ক। এবার যেন সেই বিতর্ক আরও উস্কে দিলেন খোদ মরিনহো।
স্পেশাল ওয়ানের মন্তব্য, ‘টেইলরের পক্ষে সোমবারের ম্যাচ (লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড) পরিচালনা করা যথেষ্ট কষ্টকর। যেভাবে চাপ তৈরি করা হচ্ছে, তা মোটেই ঠিক নয়। টেইলর কিন্তু খুব ভালো রেফারি।’ মরিনহোর সঙ্গে রেফারিদের সখ্যতা কোন কালেই ভালো ছিল না। কিন্তু টেইলরের পক্ষে কথা বলার পর থেকেই সেই বিতর্ক আরও তীব্র।
পরিসংখ্যান বলছে, টেইলরের মুখে বাঁশি থাকলে ম্যানচেস্টার ইউনাইটেড হারে না। গত মৌসুমে তিনটি ম্যাচ জিতেছে আর চারটি ম্যাচে ড্র করেছে রেড ডেভিলরা। তাই টেইলরকে নিয়ে ম্যানচেস্টারে বাড়তি উৎসাহ।
গত মৌসুমে মরিনহো যখন চেলসিতে ছিলেন তখন রেফারির বিরুদ্ধে কথা বলার জন্য মোটা অংকের জরিমানা গুনতে হয়েছিল। নিষিদ্ধও হয়েছিলেন স্পেশাল ওয়ান। সেই শাস্তি মাথায় রেখে মরিনহো বিষয়টিকে এড়িয়ে চলার চেষ্টা করেও নাকি পারেননি।
রিয়াল মাদ্রিদের সাবেক এই অভিজ্ঞ কোচ বলেন, ‘রেফারির বিরুদ্ধে কথা বলে অনেক সময় শাস্তির মুখে পড়েছি। এরপরও জোর দিয়ে বলছি, মাঠের মধ্যে অবশ্যই নিজের দায়িত্ব পালন করবো। সাইডলাইনে বসে রেফারিকে চাপ সৃষ্টি করার মতো কোনও কাজ করিনি, করবোও না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০