স্পোর্টস ডেস্ক:: জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিদের অংশ গ্রহণে মালয়েশিয়ায় হচ্ছে রেসিং চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই তরুণ অভিক আনোয়ার ও আইমান সাদত। শুক্রবার বাছাই পর্বে তারা দু’জনেই উত্তীর্ণ হয়েছেন।
শনিবার ও রোববার মালয়েশিয়ায় সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটতে এই চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্টিত হবে। মাল্টি ক্লাস রেসিংয়ে ট্যারিং প্রডাকশন (টিপি) ক্যাটাগরিতে লড়বেন বাংলাদেশের অভিক আনোয়ার। স্টোক প্রডাকশন-১ (এসপিওয়ান) ক্যাটাগরিতে লড়বেন আইমান সাদাত।
শুক্রবার দেশটিতে হয়ে যাওয়া বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন তারা। অভিক তার ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন। আইমান তার ক্যাটাগরিতে হয়েছেন অষ্টম। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিরা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন।
এবারের চ্যাম্পিয়নশিপ বেশ কঠীন হচ্ছে জানিয়ে বাংলাদেশের অভিক আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘বাছাই পর্বে ভালো করেছি। এবারের প্রতিযোগিতা বেশ কঠিন হবে। তারপরও আমি চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে শেষ করতে চাই।’
চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দ্বিতীয় হয়েছেন সিঙ্গাপুরের ঝি ঝাউ জনাথন। যিনি ১১ বছর ধরে মালয়েশিয়ায় রেসিং করে আসছেন। বাছাইয়ে প্রথম হওয়া আয়ুব আলমগীর মালয়েশিয়ার ইতিহাসের সেরা রেসার। তাদের সঙ্গেই ফাইট করতে হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোর রেসারদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post