স্পোর্টস ডেস্ক:: বড় শাস্তিই পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। দুই সপ্তাহের বেতন জরিমানা দিয়েছেন সেই সঙ্গে শাস্তি স্বরূপ তাকে এবার অনূর্ধ্ব-১২ দলের সঙ্গে অনুশীলনও করতে হবে।
টটনেহ্যামের বিপক্ষে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। এরপর সবার আগে নিয়ম ভঙ্গ করে বেরিয়ে যান মাঠ থেকেও। যা ভালো ভাবে নেয়নি ক্লাবটি। রোনালদোর এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন কোচ এরিক টেন হাগও।
ওই ঘটনার পরপরই ম্যানইউ বিবৃতিতে দিয়ে জানায়, নিয়ম ভঙ্গের কারণে এক ম্যাচ দলে নেই তিনি। চেলসির বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। সেই সঙ্গে তাকে দুই সপ্তাহের বেতন জরিমানাও করা হয়েছে।
জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি শাস্তি হিসেবে রোনালদোকে অনুশীলন করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১২ দলের সঙ্গেও। কোচ এরিক টেন হাগ জানিয়েছেন, এই ঘটনার জন্য বেশ মূ্ল্য দিতে হবে পর্তুগিজ তারকাকে।
এরিক টেন হাগ বলেন, ‘এখানে আমি ঠিক করবো সংস্কৃতিটা কেমন হবে? এই নিয়ন্ত্রণ আমার হাতে। আগেও একবার তাকে বলেছিলাম এই ব্যাপারটা আমি মানবো না। এটা আবার হলো এবং অবশ্যই সেটার একটা মূল্য দিতে হবে। ফুটবল দলের খেলা। এখানে দল সবার আগে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০