রোনালদোতে শেষ পর্যন্ত আগ্রহী হচ্ছে চেলসি

0
15

স্পোর্টস ডেস্ক:: শুরুতে বড় বাজেটের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নিতে চায়নি চেলসি। ম্যানচেস্টার সিটি, পিএসজি-বায়ার্নের মতো ক্লাবগুলো সিআর সেভেনকে নিতে অনাগ্রহী। তবে শেষ পর্যন্ত চেলসিতেই যেতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

চেলসির নতুন মালিক টড বোহেলি শেষ পর্যন্ত রোনালদোকে নিতে আগ্রহী হয়েছেন। সংবাদ মাধ্যম লাতিন টাইমস এমন খবরই দিয়েছে। সেই খবরে হাওয়া লাগিয়েছেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগুইরি। তিনি হঠাৎ করেই ইনস্টাগ্রামে চেলসির অফিসিয়াল পেইজ ফলো করা শুরু করে দিয়েছেন।

ফুটবলের দলবদল বিশেষজ্ঞরা বলছেন, চেলসির মালিক আগ্রহী এবং রোনালদোর বন্ধু এদু আগুইরির এমন উৎসাহী বোঝা যাচ্ছে দুই পক্ষের মধ্যেই আলাপ-আলোচনা হচ্ছে। লাতিন টাইমস জানিয়েছে, চেলসির মালিক টড বোহেলি রোনালদোর এজেন্ট মেন্ডেসের সঙ্গেও কথা বার্তা বলেছেন।

পিএসজি ইতিমধ্যে জানিয়েছে, তারা রোনালদোকে নেবে না। বায়ার্ন মিউনিখও না করে দিয়েছে। ম্যানচেস্টার সিটি রাহিমকে দলে নিয়েছে। বড় ক্লাবগুলো আগ্রহী নয় এই কারণে, সিআর সেভেনকে নিতে তাদেরকে বড় অঙ্কের বিনিয়োগ করতে হবে। ট্রান্সফার তো দিতেই হবে, তার বিশাল বেতনও বহন করতে হবে।

এরই মধ্যে রোনালদোকে নিতে আগ্রহ প্রকাশ করেছে একটি সৌদী ক্লাব। তবে পর্তুগিজ ফুটবল রাজা যে বড় ক্লাব ছাড়া তেমন কোনো ক্লাবে যাবেন না, সেটা অনেকটা নিশ্চিত। তিনি খেলতে চান চ্যাম্পিয়ন্স লিগ। পড়ন্ত বেলায় ছোট কোনো টুর্নামেন্টে আগ্রহী নন তিনি। তার বর্তমান ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে, যার কারণেই ক্লাব ছাড়তে চান তিনি।

এর মধ্যে সুযোগ বুঝে সৌদী আরবের একটি ক্লাব দলে নিতে চাইছে তাকে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস এমন তথ্য জানিয়েছে টিভিআই ও সিএনএন পর্তুগালের সূত্রে।

তবে গণমাধ্যমটি সৌদী আরবের ওই ক্লাবের নাম প্রকাশ করেনি। তারা জানিয়েছে, সৌদী ক্লাবটি রোনালদোকে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। তবে ম্যানইউ আগেই জানিয়েছে, তারা এই তারকাকে ছাড়তে চায় না। কিন্তুু এই বিশাল অঙ্কের অফার পেয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় দলটি সেটাই দেখার বিষয়।

৩০০ মিলিয়ন ইউরোর মধ্যে ট্রান্সফার ফিতে যাবে ৩০ মিলিয়ন ইউরো। রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসকে সৌদী ক্লাবটি দেবে ২০ মিলিয়ন ইউরো, যাতে তিনি সিআর সেভেনকে ক্লাবটিতে যেতে রাজি করাতে পারেন। বাকী ২৫০ মিলিয়ন ইউরো ধরা হয়েছে রোনালদোর দুই বছরের পারিশ্রমিক।

জুভেন্টাস ছেড়ে বছর দুই আগে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে ছিলেন এই তারকা। কিন্তুু ক্লাবটিতে খুব সাফল্য পাননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে পারেনি দলটি। এরপরই রোনালদো ক্লাব ছাড়ার কথা জানান। ক্লাবের কর্মকর্তাদের অনুরোধ করেন ভালো কোনো প্রস্তাব পেলে যেনো তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও এখনো ক্লাবটির সঙ্গে এক বছরের চু্ক্তি বাকী আছে রোনালদোর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here