রোববার দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজে নতুন নিয়ম চালু করছে আইসিসি

0
36

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ক্রিকেটে আউটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে। আগামিকাল রোববার অনুষ্টিত হবে দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ডের একমাত্র ওয়ানডে ম্যাচের সিরিজ।

সিরিজে এ ম্যাচেই আইসিসির ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) সংশোধিত ভার্সনের যাত্রা শুরু হচ্ছে। এলবিডব্লিউ আউটে আম্পায়ারদের প্রভাব কমানোর লক্ষ্যে সংশোধিত এই ডিআরএস পদ্ধতি বোলারদের অনেকাংশে সাহায্য করবে।

এছাড়াও এই ম্যাচে খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টে পয়েন্টের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি।

এখন থেকে অফ এবং লেগ স্টাম্পের মধ্যকার নির্ধারিত জোন আর প্যাডের মধ্যে বলের অর্ধেকটার বেশি থাকলেই আম্পায়ারের নটআউট সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আবেদন করা যাবে।

এর আগে এলবিডব্লিউয়ের নিয়ম ছিল বল অফ এবং লেগ স্টাম্পের একদম কেন্দ্রে থাকতে হবে।

ফলে রোববার বেনোনিতে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডেটিই হবে নতুন নিয়মের প্রথম ম্যাচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here