স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজ শেষে শুরু হলো ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ও দিনেশ কার্তিকের ব্যাটে স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে ভারতীয় দল।
আগে ব্যাট করতে নামা ভারত অধিনায়কের অর্ধশতকে ৬ উইকেটে ১৯০ রান তুলে। সূর্যকুমার ও রোহিতের উদ্বোধনী জুটিতে ভারত পায় ৪৪ রান। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ২৪ রানে সূর্যকুমার যাদব ফিরে গেলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। তৃতীয় উইকেটে রোহিত শর্মা ও ঋষশ পন্থের জুটি থেকেও ৪৩ রান পায় ভারত। ষষ্ঠ উইকেটে রবীচন্দ্র অশ্বিন ও দীনেশ কার্তিকের ৫২ রানের জুটিতে বড় সংগ্রহ পায় ভারতীয় দল।
ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। সাত চার ও দুই ছয়ে ৪৪ বলে সাজানো ছিলো তার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। ১৯ বলের ইনিংসে চারটি চার ও দু’টি করে ছক্কা হাঁকান তিনি। এছাড়াও ২৪ রান করেন সূর্যকুমার যাদব।
উইন্ডিজের হয়ে আলজারি জোসেপ ২টি উইকেট লাভ করেন।
১৯১ রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০