স্পোর্টস ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সিরিজে তিন ম্যাচের ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। এরপর মাঠে গড়াবে একমাত্র টেস্টের সিরিজ। আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি
ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ম্যাচ। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডেও হবে একই সময়ে। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে। পবিত্র রোজার কথা মাথায় রেখে পেছানো হয়েছে শেষ ওয়ানডে শুরুর সময়।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান ইফতারের কথা বিবেচনায় রাখা হয়েছে। বিসিবির এই পরিচালক বলেন, ‘রোজার জন্যই এবার সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টিগুলো ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে। আর তৃতীয় ওয়ানডেটা সম্ভবত রোজার মধ্যে পড়ে যাচ্ছে। এজন্য দর্শকদের কথা মাথায় রেখে এটা আড়াইটায় দেওয়া হয়েছে যাতে ইনিংস বিরতিতে ইফতার করা যায়।’
ওয়ানডের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এই সিরিজটি হবে চট্টগ্রামে। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টের ভেন্যু মিরপুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post