স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগালের জিততে কোনো বেগ পেতে হয়নি। গত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগিজরা। এস্তাদিও দম আফোনসো হেনরিকস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৫-২ গোলের জয় পেয়েছে তারা।
রাফায়েল লেয়াও স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান মাথেউস নুনেস ও ব্রুনো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধে ব্রুমা দলের চতুর্থ গোলটি করার পর একটি শোধ করে সুইডেন। গনসালো রামোস চার গোলের লিড পুনরুদ্ধার করার পর শেষ দিকে পরাজয়ের ব্যবধান কমায় সফরকারীরা।
ম্যাচের প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ২৪ মিনিটে রাফায়েল, ৩৩ মিনিটে নুনেস এবং ৪৫ মিনিটে ব্রুনো গোলগুলো করেন। বিরতির পর অপর দুটি গোল করেন ব্রুমা (৫৭ মিনিট) ও রামোস (৬১ মিনিট)। সুইডেনের হয়ে ৫৮ মিনিটে ভিক্টর গিয়োকেরেস এবং ৯০ মিনিটে গুস্তাফ নিলসন দুটি গোল শোধ দেন। এদিকে আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার মাঠে খেলবে পর্তুগাল। এই ম্যাচে খেলার কথা রয়েছে রোনালদোর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post