স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যে আশা দেখছিলো আল নাসর তার কোনোটিই পূরণ হলো না। সৌদীর কিংস কাপ, সুপার কাপ হারানোর পর এবার শেষ ভরসার প্রো লিগের শিরোপাও হারালো আল নাসর
রোনালদোদের ব্যর্থতার দিনে গত রাতের ম্যাচে জিততে পারেনি দল। আল ইতিফাকের বিপক্ষে পিছিয়ে পড়া রোনালদোদের আল নাসর জিততে পারেনি। সমতায় ফিরলেও ম্যাচ ১-১ গোলের ‘ড্র’তে শেষ করে তারা। আর তাতেই শিরোপার স্বপ্ন শেষ হয়ে সিআর সেভেনের দলের।
ম্যাচটি জিততে পারলে শিরোপার দৌড়ে এগিয়ে থাকতো আল নাসর। ‘ড্র’ করায় তাদের পয়েন্ট ৬৪। সমানে ম্যাচে শীর্ষ থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৯। শেষ ম্যাচ জিতলেও তাই ইতিহাদকে টপকানোর সুযো নেই নাসরের। ইতিফাকের বিপক্ষে সর্বনাশের ম্যাচটিতেও গোল করতে পারেননি পর্তুগালের অধিনায়ক।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস কোনো ক্লাবই বাদ যায়নি। ইউরোপের মঞ্চ কাঁপিয়ে সৌদী আরবে যাওয়া রোনালদোর কাছে প্রত্যাশা ছিলো অনেক। তবে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি।
পর্তুগিজ সুপার স্টার রোনালদো দলে যোগ দেওয়ার পর থেকে সব হারালো আল নাসর। সৌদীর কিংস কাপ ও সুপার কাপ থেকে ছিটকে যাওয়া দলটি প্রো লিগের শিরোপা জিততে পারলো না।
আল নাসর-আল ইতিফাকের ম্যাচটির প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই গোল শুন্য থাকে ম্যাচ। বিরতির টিক আগ মূহুর্তে ইউসুফ নিকাতির দারুণ এক গোলে লিড নেয় ইতিফাক। বিরতির আগে পিছিয়ে পড়া আল নাসরও সমতায় ফিরতে পারেনি। ৪৩তম মিনিটে করা গোল নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতিফাক।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দ্রুতই সমতায় ফেরে নাসর। ম্যাচের ৫৬তম মিনিটে লুইজ গুস্তাভো গোল করে স্কোর লাইন করেন ১-১। সমতায় থাকা ম্যাচে জয় নিশ্চিত করে রোনালদোরা বেশ কয়েকটি আক্রমণ করে। তবে প্রতিপক্ষের জালের দেখা পাননি তারা। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post