রোনালদোদের গোলে আল নাসরের জয়

0
140

স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেন। সৌদীর প্রো লিগে জিতলো তার দল আল নাসরও। সিআর সেভেন আর অ্যান্ডারসন তালিসাকার গোলে আল নাসর হারিয়েছে আল তাইকে।

রাতের ম্যাচে আল তাই লড়াই জমাতে পারেনি প্রো লিগের টেবিল টপারদের দল আল নাসরের সাথে। রোনালদোরা টেবিলদের এক দল। দ্বিতীয় স্থানে আছে তাদের দল। শীর্ষে আছে আল ইতিহাদ।

আল তাইকে সিআর সেভেনের দল হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পর অ্যান্ডাসন তালিসাকা ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।

দুই দলের ম্যাচটির প্রথমার্ধে গোল করতে পারেনি কেউ। একাধিক আক্রমণ করেও প্রতিপক্ষের জালের দেখা পায়নি আল নাসর। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দু’দল।

বিরতিরপর আল তাই ভুল করে বসে। নিজেদের বিপজনক সীমানায় সেই ভুলের খেসারত দেয় পেনাল্টি দিয়ে। স্পট কিক থেকে ম্যাচের ৫২তম মিনিটে আল নাসরকে এগিয়ে দেন সিআর সেভেন।

পিছিয়ে পড়া আল তাই ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। উল্টো ম্যাচের প্রায় শেষ দিকে অ্যান্ডারসন তালিসাকা গোল করে ব্যবধান বাড়ান। ৮২তম মিনিটে তার করা গোলেই আল নাসরের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here