স্পোর্টস ডেস্ক:: পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদীর প্রো লিগে সিআর সেভেনের দল ২-১ গোলে হারিয়েছে দামাককে।
দুই দলের ম্যাচটিতে প্রথমার্ধে পিছিয়ে পড়ে আল নাসর। বিরতির টিক আগ মুহূর্তে দামাক লিড নিয়ে বিরতিতে যায়। জর্জেস-কেভিন নকৌডুর গোলে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ১-০তে লিড নেয় দামাক। পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
বিরতির পরপরই জ্বলে উঠে নাসর। ৫২তম মিনিটে তালিস্কা ম্যাচে সমতা ফেরান। স্কোর লাইন করেন ১-১। ক্রিস্টিয়ানো রোনালদো মিনিট চারেক পরেই দলকে লিড এনে দেন। ৫৬তম মিনিটে পর্তুগিজ তারকার গোলে আল নাসর এগিয়ে যায় ২-১ গোলে।
লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি দামাক। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর আর ম্যাচেও ফেরা হয়নি দলটির। আল নাসরও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post