স্পোর্টস ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। গত কাতার বিশ্বকাপের পর শুক্রবার ভোরে প্রথমবার মাঠে নামে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আমেরিকার দেশ পানামা।
আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পায় আর্জেন্টিনার। বুয়েনস আইরেসে স্টাডিও মনুমেন্টালে ৮৪ হাজার দর্শকের সামনে আবারও জয় উদযাপন করে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করে মাইলফলক স্পর্শ করেন মেসি। ৮০০ ক্যারিয়ার গোল তিনি করেছেন রোনালদোর চেয়ে কম ম্যাচ খেলে।
বার্সেলোনার জার্সিতে ৬৭২ গোল আছে মেসির। পিএসজির হয়ে এখন পর্যন্ত গোল ২৯টি। সাথে জাতীয় দলের হয়ে তিনি ৯৯টি গোল করেছেন। আগামী ম্যাচেই আকাশী-নীল জার্সিতে গোলের সেঞ্চুরির সুযোগ আছে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির।
রোনালদোর চেয়ে ৭৯ ম্যাচ কম খেলে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ফুটবল জাদুকর মেসি। ১০৯৫ ম্যাচে ৮০০ গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ তারকা। মেসি ৮০০ গোল ছুঁতে খেলেছেন ১০১৬ টি ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০