স্পোর্টস ডেস্ক:: গোলের শুরুটা করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজরা রীতিমতো গোল উৎসবে মেতে উঠেন। ইউরো বাছাইয়ে বসনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগাল। তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়।
‘জে’ গ্রুপে টানা আট জয়ে পর্তুগালের ইউরোও নিশ্চিত।বড় জয়ের ম্যাচে অবশ্য দুই রূপ দেখা গেছে পর্তুগালের। প্রথমার্ধের ভয়ঙ্কর পর্তুগিজদের দ্বিতীয়ার্ধে অতটা আগ্রাসী দেখা যায়নি। বসনিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধটা রিলাক্সে কাটিয়েছে রোনালদোরা।
পাঁচ গোলের ম্যাচটির সবক’টি গোলই প্রথমার্ধে আদায় করেছে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে কোনো গোলই করেনি দলটি। কমিয়ে দেয় আক্রমণের গতি। বসনিয়াও নিজেদের রক্ষণটাকে বিরতির পর দারুণ ভাবে আগলে রাখে।
ম্যাচের ৫ম মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। বসনিয়া নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে,প্রতিপক্ষকে উপহার দেয় পেনাল্টি। স্পট কিক থেকে গোল আদায় করতে ভুল করেননি রোনালদো। তাতেই পর্তুগাল এগিয়ে যায় ১-০ গোলে।
লিড নেওয়ার মিনিট পনেরোর পরই রোনালদো জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের ২০তম মিনিটে তার দ্বিতীয় গোলে পর্তুগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। মিনিট পাঁচেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ। ২৫তম মিনিটে দলকে লিড এনে দেন ৩-০ ব্যবধানে।
ম্যাচের কুড়ি মিনিট পেরুতেই তিন গোল হজম করা বসনিয়া দিশেহারা হয়ে পড়ে। ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছিলো না দলটি। মিনিট সাতেক পরেই পর্তুগালকে ৪-০তে এগিয়ে দেন জোয়াও কানসেলো। ম্যাচের ৩২তম মিনিটে গোলের হালি পূর্ণ করেন এই তারকা।
আধঘন্টার মাথায় এক হালি গোল হজম করা বসনিয়া প্রথমার্ধেই আরেকটি গোল হজম করে। ম্যাচের ৪১তম মিনিটে জোয়াও ফেলিক্স ব্যবধান ৫-০ করে ফেলেন। বড় ব্যবধানে এগিয়ে থেকেই রোনালদোরা বিরতিতে যান।
বিরতির পরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। আগ্রাসী পর্তুগালের আক্রমণ কমে যায়। বসনিয়া নিজেদের রক্ষণের শক্তিও বাড়ায়। তবে পাঁচ গোল হজম করে একটি গোল শোধ দিতেপারেনি দলটি। ইউরো বাছাইয়ে টানা সাত জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post