স্পোর্টস ডেস্ক:: পাঁচ গোলের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পর্তুগাল টানা সাত জয় তুলে নিয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুর্দান্ত রোনালদোরা স্লোভাকিয়াকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।
ইউরো বাছাইয়ের ‘জে’ গ্রুপে সাত ম্যাচ খেলা পর্তুগাল সাতটি ম্যাচই জিতেছে। স্লোভাকিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করেছে পুরো ম্যাচে। ২১ পয়েন্ট নিয়ে টেবিল টপার সিআর সেভেনের দল।
পাঁচ গোলের ম্যাচটিতে প্রথমার্ধে আসে দু’টি গোল। তাতেই লিড নেয় পর্তুগাল। সিআর সেভেনের দল ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই নিজেদের কাছে রাখে। ৫৮ শতাংশের বেশি সময় বল তাদের পায়ে ছিলো। স্লোভাকিয়ার পোস্ট লক্ষ্য করে ২৫টি শট নেয় রোনালদোরা। বিপরীতে প্রতিপক্ষরা নিতে পেরেছেন নয়টি শট।
ম্যাচের ১৮তম মিনিটেই গঞ্জালো রামোসের গোলে লিড নেয় পর্তুগাল। মিনিট দশেকের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদো ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। সিআর সেভেন স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। প্রথমার্ধে পিছিয়ে পড়া স্লোভাকিয়া বিরতির আগে ম্যাচে ফিরতে পারেনি। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পর্তুগিজরা।
বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে স্লোভাকিয়া। বেশ কিছু আক্রমণও করে দলটি। ৬৯তম মিনিটে প্রথম সাফল্য পায় তারা। ডেভিড হ্যানকোর গোলে ব্যবধান কমায় দলটি। ২-১ স্কোর করে ম্যাচে। মিনিট তিনেক পরেই রোনালদো ব্যবধান আবারো বাড়ান। ৭২তম মিনিটে তার জোড়া গোলেই পর্তুগাল লিড নেয় ৩-১ ব্যবধানে।
পিছিয়ে পড়া স্লোভাকিয়া হার এড়াতে প্রাণপণ চেষ্টা করে। ৮০তম মিনিটে আবারো ব্যবধান কমায় দলটি। স্ট্যানিস্লাভ লোবোটকার গোলে ৩-২ স্কোর করে তারা। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি। রোনালদোরা আর গোল করতে না পারলেও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post