স্পোর্টস ডেস্কঃ এবারের উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল। রোববার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। দলের বাকী দুই গোল জোয়াও ক্যানসেলো ও উইলিয়াম কার্ভালহোর।
লিসবনে ৪-০ ব্যবধানে জিতেছে পর্তুগাল। প্রথম গোলের দেখা পায় ১৫ মিনিটে। কারভাহালোর গোলে এগিয়ে যাওয়ার পর শুরু হয় রোনালদো ম্যাজিক। ৩৫ ও ৩৯ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পর্তুগিজরা।দ্বিতীয়ার্ধেও দাপট চলে পর্তুগালের। ৬৮ মিনিটে ক্যানসেলোর গোল ব্যবধান ৪-০ করে ফেলে। শেষ দিকে সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। সুইজারল্যান্ডও পারেনি ব্যবধান কমাতে।
‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান চার পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে চেক রিপাবলিক। দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্পেন এবং কোনো পয়েন্ট না পাওয়া সুইজারল্যান্ড চতুর্থ স্থানে।
একই গ্রুপে রাতের অন্য ম্যাচে স্পেন ড্র করেছে চেক রিপাবলিকের বিপক্ষে। নেশন্স লিগে পর্তুগাল পরের ম্যাচে খেলবে চেক রিপাবলিকের বিপক্ষে, আগামী রোববার। সেদিনই সুইজারল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে স্পেনের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০