স্পোর্টস ডেস্কঃ পর্তুগালের জোয়াও পালহিনহাকে দলে নিল প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম। স্পোর্টিং লিসবন থেকে এই মিডফিল্ডার নাম লেখালেন ইংল্যান্ডের ক্লাবটিতে। ২৬ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডারের সাথে ফুলহ্যামের চুক্তি হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
তবে ফুলহ্যাম পালহিনহাকে কিনতে কেমন অর্থ ব্যয় করেছে, সেটা জানা যায়নি। ক্রিশ্চিয়ানোর রোনালদোর জাতীয় দল সতীর্থকে দলে নেওয়ার খবরটি এক বার্তায় নিশ্চিত করেছে ফুলহ্যাম। এদিকে শুধু পালহিনহা নয়, তাদের আরেক সতীর্থ জোয়াও মৌতিনহোও নতুন চুক্তি করেছেন উলভারহ্যাম্পটনের সাথে।
উলভসের সাথে আরও এক বছরের নতুন চুক্তিতে সই করেছেন পর্তুগিজ মিডফিল্ডার মৌতিনহো। এছাড়া পর্তুগালের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা ফরোয়ার্ড জোটা বেনফিকাকে বিদায় বলেছেন। বেনফিকা থেকে চার বছরের চুক্তিতে সেল্টিকে পাড়ি জমালেন এই পতুগিজ উইংগার। লোনে এক মৌসুম কাটানোর পর এই খেলোয়াড়কে পাকাপাকিভাবে কিনে নিতে সেল্টিক খরচ করেছে ৬.৩ মিলিয়ন ইউরো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০