স্পোর্টস ডেস্ক:: পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সি আর সেভেনের দল ইউরাে চ্যাম্পিয়নে কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় হয়েছে। কিলিয়ান এমবাপেদের ফ্রান্স টাইব্রোকরে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে।
ফ্রান্স-পর্তুগালের ম্যাচটি ছিলো রোমাঞ্চকর। দুই দল লড়াই করেছে সমানে সমান। কেউ কাউকে ছাড় দেয়নি। প্রথমার্ধ শেষ হয় তাই গোল শুন্য সমতায়। দ্বিতীয়ার্ধে এমবাপে-রােনালদোরা কেউ গোলর দেখা পায়নি।
গোল শুন্য সমতায় তাই শেষ হয় নির্ধারিত সময়। খেলায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মিলেনি সমাধান। শেষ পর্যন্ত তাই টাইব্রকারে যায় ম্যাচ। ভাগ্যের খেলা টাইব্রকারে ৫-৩ গোলে জিতে সেমিফইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
বিস্তারিত আসছে…
এসএনপিস্পোর্টসটায়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post