স্পোর্টস ডেস্কঃ গত জানুয়ারিতে সৌদি প্রো লিগের দল আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তার দেখানো পথে হাঁটলেন আরেক পর্তুগিজ ফুটবলার জোয়াও পেদ্রো নেভেস ফিলিপি। তবে তিনি পরিচিত জটা নামে। সেল্টিক থেকে তিনি সৌদির ক্লাব আল ইত্তিহাদে নাম লেখালেন।
আল ইত্তিহাদে চলতি দলবদলে নাম লেখান রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমা। সৌদির শীর্ষ লিগের দলটি এরপর চুক্তি করে এনগেলো কন্তের সাথে। এবার তারা দলে নিয়েছে জটাকে। তিন বছরের চুক্তিতে প্রো লিগের দলটিতে যোগ দিয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। যদিও পারশ্রমিক নিয়ে বিস্তারিত জানায় নি আল ইত্তিহাদ।
বেনফিকার একাডেমিতে বেড়ে ওঠা জটা খেলেছেন রিয়াল ভায়াদোলিদ ও সেল্টিকে। গত মৌসুমে সেল্টিক তাকে পাকাপাকিভাবে দলে নেয় ৫ বছরের চুক্তিতে। কিন্তু এক মৌসুম শেষেই এই পর্তুগিজ তরুণের নতুন ঠিকানা সৌদির আল ইত্তিহাদ। তাঁকে দলে নিয়ে খুশি দলটি কোচ নুনো সান্তো। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্ব জয় করতে চাই আমরা।’
গত দুই মৌসুমে সেল্টিকের হয়ে ২৮ গোল করেছেন জটা, গোলে সহায়তা করেছেন ২৬টি। দুই মৌসুমেই জিতেছেন স্কটিশ প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ। সঙ্গে এই মৌসুমে জিতেছেন স্কটিশ কাপ ও স্কটিশ লিগ কাপও। এদিকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন কন্তে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, বছরে প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড বেতন পাবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post