স্পোর্টস ডেস্ক:: আর মাত্র একটি গোল করলেই ৯শ গোলের মাইলফলক স্পর্শ করবেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল ও ক্লাব ফুটবল, সব মিলিয়ে রোনালদোর গোলের সংখ্যা এখন ৮৯৯। একটি গোল করলেই ৯শ তম গোল হয়ে যাবে তার। এক হাজার হতে বাকী থাকবে তখন কেবল একশো।
সেই একশো পূরণ করেই থামতে চান সিআর সেভেন। ক্যারিয়ার শেষ করতে চান এক হাজার গোলের কীর্তি গড়ে। নিজের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এমন লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই।
সাক্ষাৎকার নিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্ড। ৩৯ বছর বয়সী এই তারকা খেলতে চান আরো দুই বছর। তিনি মনে করেন দুই বছর খেললে নিজের লক্ষ্য পূরণ হয়ে যাবে। করে ফেলবেন এক হাজার গোল।
রোনালদো বলেন, ‘আমি ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছতে চাই। যদি আমার কোনো ইনজুরি না থাকে। কারণ এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ (বিষয়)। আমি চাই যে, আমার জন্য ফুটবলে সেরা মাইলফলক হলো প্রথমে ৯০০ গোল করা। আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’
সৌদীর ফুটবলে নিজেকে মানিয়ে নেওয়া নিয়ে রোনালদো বলেন, ‘কোনো দেশই নিখুঁত নয়। তাই আমার জন্য মানিয়ে নেওয়ার ব্যাপারটা সহজ ছিল। আমি সত্যিই সেখানে থাকতে ভালোবাসি। আমার মতে, লিগ (প্রো লিগ) খুব খুব ভালো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০