রোনালদোর ৮৬৫তম গোল, জিতল পর্তুগাল

0
952

স্পোর্টস ডেস্কঃ লিখটেনস্টাইনকে অনায়াসে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল পর্তুগাল। গত রাতে গোল পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যা তাঁর ক্লাব ও জাতীয় দল ক্যারিয়ারের ৮৬৫তম গোল। ইউরো বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল।

লিখটেনস্টাইনের বিপক্ষে প্রথামার্ধে গোল পায় নি পর্তুগাল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রোনালদো। ৩৮ বছর বয়সী তারকা বাঁ দিক থেকে দিয়োগো জটার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। চলতি বাছাইয়ে তাঁর গোল হলো ১০টি, বেলজিয়ামের রোমেলু লুকাকুর সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ। পর্তুগালের জার্সিতে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস ফরোয়ার্ডের গোল হলো ১২৮টি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৫টি।

ভাদুজের রেহিনপার্কে পর্তুগালের প্রথম গোলের ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও কানসেলো। আন্তোনিও সিলভার পাস ডান দিকে পান তিনি। বার্সেলোনা তারকাকে রুখতে বক্সের বাইরে চলে যান স্বাগতিক গোলরক্ষক বেঞ্জামিন বাখেল। তাকে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফুটবলার। শেষ পর্যন্ত এই ২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। এতে বাছাইয়ে প্রথম ৯ ম্যাচের সবগুলিই জিতল তারা। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয় দলের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে সবগুলি হেরেছে লিখটেনস্টাইন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here