রোনালদো-তালিস্কার গোলে শীর্ষে আল নাসর

    0
    82

    স্পোর্টস ডেস্কঃঃ এফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্টিয়ানো রোনালদো দল আল নাসর নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ইস্তিকললকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নাসর।

    ‘ই’ গ্রুপের ম্যাচে ইস্তিকললের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে যায় আল নাসর। রোনালদোর গোলে সমতায় ফেরার পর তালিস্কার জোড়া গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

    সি আর সেভেনের দল পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে। ৮০ শতাংশেরও বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। তবে প্রথমার্ধেই পিছিয়ে যায় তারা। বিরতির আগ মুহূর্তে সেবাইয়ের গোলে লিড নেয় ইস্তকলল। ৪৪তম মিনিটে ১-০ ব্যবধান করে ফেলে দলটি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আল নাসরকে।

    বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আল নাসর। আক্রমণের পর আক্রমণ করেও গোল করতে পারছিল না দলটি। অবশেষে ৬৬তম মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে নাসর।

    ১-১ গোলে সমতা আসার মিনিট ছয়েক পরেই তালিস্কা জোড়া গোল করেন। ৭৩তম নিজের প্রথম গোলে নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ৭৭তম মিনিটেই নিজের জোড়া গোল পূর্ণ করেন তালিস্কা। তাতেই আল নাসর এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

    ইস্তিকলল আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১’র হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

    ‘ই’ গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল নাসর।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here