স্পোর্টস ডেস্কঃ সবশেষ ফুটবল বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনালদো ও পেপের জাতীয় দলের ক্যারিয়ার সুতোয় ঝুলছিল। শঙ্কা ছিল জাতীয় দল থেকে বাদ পড়ার। তবে এমনটা হয়নি। আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দলে দুই তারকাকে রেখেছে পর্তুগাল।
পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ কোনো চমক দেননি নিজের প্রথম ঘোষিত দলে। ২৬ সদস্যের দলে রেখেছেন সম্ভাব্য সব নামই। ৩৮ বছরের রোনালদো ও ৩৯ বছরের পেপেও মার্টিনেজের পরিকল্পনায় ভালোভাবে আছেন। এছাড়া দলে ফিরেছেন বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়া নুনো মেন্দেস ও দানিলো পেরেইরা।
ইউরোর বাছাইয়ের আগামী ২৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ লিখটেনস্টাইন। অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। যেখানে তাদের প্রতিপক্ষ লুক্সেমবার্গ।
পর্তুগালের ২৬ সদস্যের দল
গোলরক্ষকঃ ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডারঃ হুয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গেরেইরো, গনসালো ইনাসিও, ডিওগো লেইট।
মিডফিল্ডারঃ দিয়োগো দালোত, হুয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, হুয়াও মারিও, ম্যাথিয়াস নুনেস, ভিতিনহা, ওতাভিও।
ফরোয়ার্ডঃ ক্রিশ্চিয়ানো রোনালদো , জুয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনসালো রামোস ও ডিয়েগো জোতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post