স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবর প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এবার সেটি উসকে দিলেন খোদ রোনালদোই! সোমবার ক্লাবের নিয়মিত অনুশীলনে যোগ দেন এই পর্তুগিজ তারকা।
নতুন মৌসুম শুরু হওয়ার আগে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইউনাইটেড। নতুন কোচ এরিক টেন হ্যাঁগের অধীনে শুরু হয়েছে রেড ডেভিলদের অনুশীলন পর্ব। তবে সোমবার পারিবারিক কারণ দেখিয়ে অনুশীলনে যোগ দেন নি রোনালদো।
এ বিষয়ে কোচ টেন হ্যাগ জানিয়েছেন, ‘পারিবারিক কারণে তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি। তার ওই কারণ যথাযথ বলে মেনে নিয়েছি।’ এদিকে জানা গেছে চেলসির থেকে নাকি আকর্ষণীয় প্রস্তাব পেয়েছেন রোনালদো। সেজন্য ক্লাবের অনুশীলনে যোগ দেননি বলে মনে করা হচ্ছে। তবে ম্যানইউ কোচ জানিয়ে দিয়েছেন, ‘রোনালদো নট ফর সেল।’
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে ম্যান ইউ থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফর করবে। আগামী শুক্রবার এই দুটি দেশের উদ্দেশ্যে বিমানে উঠবে ম্যানইউর ফুটবলাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০