স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো মাঠ কিংবা মাঠের বাইরে শক্তিশালী একজন খেলোয়াড়। দলে থাকে তার প্রভাব। তার ইচ্ছার প্রাধান্য। তবে পর্তুগিজ সুপার স্টারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় বললেও প্রো লিগের ক্লাব আল নাসর বলছে ক্লাবের নিয়ন্ত্রণ কর্তা তিনি নন।
আল নাসরের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইদো ফিয়েঙ্গা সম্প্রতি জানিয়েছেন, রোনালদোর বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। তাকে পেয়ে তারা উচ্ছ্বসিত। তবে তিনি ক্লাবের নিয়ন্ত্রক নন।
সিআর সেভেন আল নাসরে যাওয়ার পর দু’বার ক্লাবটির কোচ বদল হয়েছে। বান যাননি তার স্বদেশীও। অনেকেই তাতে রোনালদোর অবদান দেখছেন। তারকার সাথে বিবাদে জড়িয়েই চাকরি হারিয়েছেন কোচরা। ক্লাবটির প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গাও দাবি করলেন, তেমন কিছু নয়।
ক্রিস্টিয়ানো রোনালদো নাসরে যাওয়ার পর প্রথমে বরখাস্ত হন রুডি গার্সিয়া। এরপর সবশেষ ছাঁটাই হয়েছেন লুইস কাস্ত্রো। এখন ক্লাবটির ডাগআউট সামলাচ্ছেন এসি মিলানকে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা জেতানো কোচ স্টেফানো পিওলি।
আল নাসরের একটি অনুষ্ঠানে ফিয়েঙ্গা বলেন, ‘ক্রিস্টিয়ানো আমাদের অধিনায়ক এবং সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। তবে তার মানে এই না যে, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে। সে শুধু আমাদের দিকনির্দেশনা দেয়, লক্ষ্য ঠিক করে দেয়। সে সবসময় জিততে চায়। কীভাবে জিততে হয়, সেটাই আমরা তার থেকে পরামর্শ নেই।’
রোনালদোকে নিয়ে শিরোপা জেতার ছক আঁকছে আল নাসর জানিয়ে ফিয়েঙ্গা বলেন, ‘আমরা ওকে নিয়েই এ বছর (শিরোপা) জিততে চাই এবং সম্ভাব্য সেরা লক্ষ্যে পৌঁছাতে চাই। ক্রিস্টিয়ানো আমাদের দলে অংশ। আমরা ওকে দলে পেয়ে খুব খুশি। আমরা ধাপে ধাপে উন্নতি করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০