স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা ছিলো রোনালদোর। কিন্তুু ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে নেই। তাই দল ছাড়েন তিনি। অবশেষে সিআর সেভেনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসিকে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে চারে উঠলো দলটি।
ম্যানইউর এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার আশা শেষ হয়ে গেছে লিভারপুলের। ৫-১ গোলের জয়ে ইউরোপ সেরার মঞ্চে এরিক টেন হাগের দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলের তিনে উঠলো দলটি। তাতে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার শেষ আশাও মাটি হয়ে গেলো লিভারপুলের।
ম্যানইউ ছেড়ে সৌদীর প্রো লিগে খেলছেন পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়া নিয়ে অনেক নাটক হয়েছে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার বেশ ইচ্ছে ছিলো তার। সেই ইচ্ছে পূরণ হয়নি। তিনি আল নাসরে গেছেন ক্রীড়া বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়। আর ম্যানইউ ফিরেছে ইউরোপ সেরার মঞ্চে।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে এরিকের শিষ্যরা দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। চেলসি একের পর এক সুযোগ মিস করেছে। ফিনিংশয়ের দূর্বতায় প্রথমার্ধে ম্যাচেই ফিরতে পারেনি দলটি। প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের দুই গোলে ম্যানইউ ৪-১ গোলের ব্যবধানে জিতেছে।
ম্যাচের শুরুতেই কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইডেটকে এগিয়ে দেন। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই ১-০ ব্যবধানে লিড নেয় এরিকের দল। শুরুতেই গোল হজম করে চেলসি প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো বিরতির আগে যোগ করা সময়ে হজম করে আরো এক গোল। প্রথমার্ধের যোগ করা সময়ের ৫ম মিনিটে অতনি মার্সিয়ালের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এরিকের দল। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় চেলসিকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ম্যানইউ আরো উজ্জীবিত হয়ে উঠে। পিছিয়ে পড়া চেলসি ঘুরে দাঁড়ানোতো দূরের কথা, ভুল করে বসে পেনাল্টি উপহার দেয় প্রতিপক্ষকে। ম্যাচের ৭৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে এগিয়ে থাকা ম্যানইউর তবুও যেনো গোলের তৃষ্ণা মিটছিলো না। ম্যাচের ৭৮তম মিনিটে মার্কাস র্যাশফোর্ড চেলসির কফিনে ঠুঁকে দেন শেষ পেরেক। দলকে এগিয়ে দেন ৪-০ ব্যবধানে। এক হালি গোল হজমের পর একটি গোল শোধ করে চেলসি। ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে জোয়াও ফেলিক্স শান্তনার গোল করেন। তাতে ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন্স লিগে নিশ্চিত করা ম্যানইউ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০