স্পোর্টস ডেস্কঃ সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। আজ (মঙ্গলবার) এই পর্তুগিজ তারকার নতুন ক্লাব আল নাসের তাঁকে প্রকাশ্যে আনবে। সৌদির গণমাধ্যমের খবর, পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ীকে রোনালদোকে আল নাসেরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক গ্যালারি উপচে পড়বে! ক্লাবটির মুখপাত্র আল ওয়ালিদ এমনটাই মনে করছেন।
সৌদি আরবের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো, আশাবাদী আল নাসেরের কোচ রুদি গার্সিয়া। তিনি বলেন, ‘রোনালদোর মানের একজন খেলোয়াড়কে দলে টানতে পারাটা অসাধারণ ব্যাপার এবং (তার আগমন) সৌদি ফুটবলের উন্নতিতে অবদান রাখবে। আমরা তার আগমনে খুশি। আমাদের প্রথম লক্ষ্য হলো এমন কাজ করা যাতে সে আমাদের দলের সঙ্গে মানিয়ে নিতে পারে, আল নাসরের হয়ে খেলাটা উপভোগ করতে পারে এবং সমর্থকদের আনন্দ দিতে পারে।’
এর আগে আল নাসেরে যোগ দিয়ে এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিতবোধ করছি। সৌদি আরবের পুরুষ ও নারী ফুটবলের উন্নয়নে আল–নাসরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।’
নয়বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের। সবশেষ ট্রফি জিতেছে তারা ২০১৯ সালে। রোনালদোর চুক্তির পর তারা বলেছে, ‘রোনালদোর চুক্তি ইতিহাস তৈরির চেয়েও বেশি কিছু।’ সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল আন্তর্জাতিক তারকাদের সঙ্গে চুক্তি করে ক্লাবের গুণগত মান বাড়াতে বদ্ধপরিকর থাকার কথা জানান।
গত দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা তারকাদের একজন ছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোপের ৪টি ক্লাবে খেলেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং দুটি করে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ জিতেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post