স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকাকে নিয়ে রোমাঞ্চকর এক গ্রুপ ‘ই’। দুই সাবেক চ্যাম্পিয়নের নক আউটের পথে বাঁধা হতে পারে এশিয়ান পাওয়া হাউস। গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানরা ফেবারিট কাগজে কলমে। তবে ছেড়ে কথা বলবে না জাপানিজরা।
বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যেই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে প্রতিটি দেশ। একনজরে দেখে নেওয়া যাক ‘ই’ গ্রুপের চার দলের স্কোয়াড।
কোস্টারিকা-
গোলরক্ষক: কেইলর নাভাস, এস্তেবান আলভারাডো ও প্যাট্রিক সেকুয়েইরা।
ডিফেন্ডার: ফ্রান্সিসকো কালভো, হুয়ান পাবলো ভারগাস, কেন্ডাল ওয়াস্টন, ওস্কার ডুয়ার্তে, ড্যানিয়েল চাকোন, কেইশার ফুলার, কার্লোস মার্টিনেজ, ব্রায়ান ওভিডিও ও রোনাল্ড মাটারিটা।
মিডফিল্ডার: ইয়েলিস্টিন টাজেডা, সেলসো বোরগেস, ইউস্টিন সালাস, রোয়ার উইলসন, জারসন তোরেত, ডগলাস লোপেজ, জেইসন বেনেট্টে, আলভারো জামোরা, এন্থনি হার্নান্দেজ, ব্রেন্ডন আগুইরেলা ও ব্রায়ান রুইজ।
ফরোয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল, এন্থনি কানট্রেরাস ও ইয়োহান ভেনেগাস।
জার্মানি-
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টার স্টেগান ও কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার: আর্মেল, বেলা কোচাপ, মাথিয়াস জিন্টার, ক্রিস্টিয়ান গুয়েনটার, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রম, এন্টোনিও রুডিগার, নিকো স্কোলোটারবাক ও নিকলাস সুলে।
মিডফিল্ডার: জুলিয়ান ব্র্যান্ডেট, সার্জি গ্যানাব্রি, লিঁও গোয়েতজা, মারিও গোটশে, ইকে গুনডোগান, জোনাস হফমান, জসুয়া কিমিচ, থমাস মুলার, জামাল মুসিয়ালা ও লেরয় সানে।
ফরোয়ার্ড: কেই হাভার্টজ, নিকলাস ফুয়েলক্রুগ, কারিম আডেইয়েমি ও ইউসুফা মুকোকো।
জাপান-
গোলরক্ষক: শুশি গোন্ডা, ড্যানিয়েল শিমিডিট ও এইজি কাওয়াশিমা।
ডিফেন্ডার: মিকি ইয়ামানে, হিরোকি সাকাই, মায়া ইউশিদা, তাকেইরো টোমিইয়াসু, শোগো তানিগুচি, কো ইতাকুরা, হিরোকি ইতো ও ইউতো নাগাতোম।
মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো, হিডেমাসা মোরিতা, আরো টানাকা, গাকু শিবাসাকি, কাউরু মিতোমা, ডাইচি কামাডা, রিটসু ডোয়ান, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবো ও ইউকি সোমা।
ফরোয়ার্ড: ডেইজেন মিডা, তাকুমা আসানো, শুতো মাচিনো ও আয়াসে উয়েডা।
স্পেন-
গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ ও ডেভিড রায়া।
ডিফেন্ডার: হোসে গায়া, জর্দি আলবা, এরিক গার্সিয়া, অমারিক লাপোর্তে, পও তোরেস, হুগো গুইলামন, সিজার আজপিলিকুয়েটা ও ডানি কারভাহাল।
মিডফিল্ডার: রোড্রি, কোকে, মার্কোস লোরেন্টে, সার্জিও বাসকুয়েটস, গাভি, পেড্রি গঞ্জালেজ ও কার্লোস সোলার।
ফরোয়ার্ড: ডানি ওলমো, পাবলো সারাবিয়া, আলভারো মোরাতা, আনসু ফাতি, ফেরান তোরেস, মার্কো আসেনসিও, নিকো উইলিয়ামস ও ইয়েরেমি পিনো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০