স্পোর্টস ডেস্ক:: আত্মঘাতী গোলের ম্যাচ জিতে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলো সেভিয়া। হাঙ্গেরির পুরসকাস অ্যারেনায় ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়েছে দলটি। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। অতিরিক্ত সময়েও আসেনি ফলাফল। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৪-১ গোলে রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন সেভিয়া।
‘রকর্ড’ সপ্তমবারের মতো ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলো সেভিয়া। অথচ ম্যাচটির নির্ধারিত সময়ে কোনো গোলই করতে পারেনি দলটি। প্রথমার্ধে এগিয়ে যাওয়া রোমা দ্বিতীয়ার্ধে নিজেদের জালেই বল জড়ায়। পিছিয়ে পড়ে সেভিয়া প্রতিপক্ষের উপহারে সমতায় ফেরে টাইব্রেকারে ফাইনাল জিতে নিলো।
ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার গোলে লিড নেয় রোমা। ইউরোপা লিগে প্রথম শিরোপার অপেক্ষায় থাকা দলটির সমর্থকরা তখন আনন্দ-উচ্ছ্বাসে বাসে। ৩৪তম মিনিটে করা এই গোলে ১-০ লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পরও সেভিয়া নিজেরা গোল করতে পারেনি। রেকর্ড সপ্তমবার শিরোপা জেতা দলটি সমতায় ফেরে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। ম্যাচের ৫৫তম মিনিটে ইতালিয়ান তারকা মানচিনির আত্মঘাতী গোলে ১-১ ব্যবধানে সমতা ফেরে ম্যাচে।
সমতায় থাকা ম্যাচের বাকীটা সময় সেভিয়া গোল করতে পারেনি। এগিয়ে গিয়ে নিজেদের ভুলে সমতায় ফেরা রোমাও ব্যবধান আর বাড়াতে পারেনি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আধঘন্টার অতিরিক্ত সময়েও আসেনি ফলাফল। এবার খেলা যায় টাইব্রেকারে। যেখানে ৪-১ গোলের বড় ব্যবধানে চ্যাম্পিয়ন সেভিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post